সোমবার, ২১ জুন, ২০১০

বসতি উচ্ছেদ



সেখানে যদিও শূন্যতা নিয়ে বিষাদের প্রলাপ ছিল না কোন

তবুও অনাকাংখিত বসতির এ ছিল অনিবার্য পরিনাম...

সেখানে নদী ও অরন্যের ভাষা বুঝতে পারে

এমন সাহসী অন্তর ছিল না বলেই হয়ত

এই নিখাত ভালবাসার রংধনু

আকাশ কে সুখের বদলে দিয়েছে দগ্ধ অন্ধকার ।

এ বসতির পরিব্যাপ্তি নিয়ে যে শংকা ছিল,

এ বসতির প্রতিটি গাথুনিতে যে অযত্ন ছিল,

এ বসতির প্রতিটি ইটের ভেতরে যে দুঃস্বপ্ন লুকিয়ে ছিল,

তার সবটুকুতেই নির্মম এক ভুলের ইতিহাস.........।।

ভুল ছিল, খুব বেশি ভুল ছিল!!!

ভুল করেই সেখানে পৌছে গিয়েছিল

আমার চৌকাঠ,

আমার দরোজা,

আমার কপাট .........

তাই এক উদ্দাম সাহসের সাথে আজ এই বসতি উচ্ছেদ

আর,

আর একবার রুখে দাঁড়াক হারানো উচ্ছাস !!!