রবিবার, ৭ নভেম্বর, ২০১০

সত্য হন্তারক

অন্ধকার গাঢ় হতে হতে
অমাবশ্যা এসে গেছে ঠিক
অথবা, ওরা অন্তরে ঠেসে নিল অন্ধকার
আদিম গুহার মত ।
ধিক ধিক ধিক !!
কার্বন বিষে, প্রকৃতিও হয়ে গেছে নীল
নষ্ট সংস্কৃতির সেকি দানব থাবা !
একদিকে সুনামি, অন্যপাশে তেড়ে আসে
বিবেকের মৃত্যু মিছিল ।
নীল নীল নীল !!
নাহ , মানুষ তো নয়
মানব শরীরে ওরা অবাধ্য নেকড়ের দল
অথবা, নেকড়েও নয় ওরা
ইবলিশের ডানা ধরে ঝুলন্ত সত্য হন্তারক চিল
নীল নীল নীল !!
আরও চলে গহীন গভীরে খুব কুচক্র জাল
আমি তুমি বুঝি সব,
কিংবা আলো পেয়ে পথ চলি নিজের মতন ।
ছড়িয়ে দিয়ে সেই আলোর রেনু,
চলো দেখি আলোকিত বসুধার সাহসী স্বপন ...
যে স্বপ্ন শুষে নেবে ঘুম!!
০৬।১১।২০১০