বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০১০

এই ঢের ভাল আছি


ধরো,
তুমি ক্রমশই সবুজ হতে হতে
আস্তো একটা বৃক্ষ হয়ে গেলে,
শব্দহীন, ছন্দহীন, সুরের মুর্ছনাহীন ভূবনে তুমিও তেমন...
নিথর দাঁড়িয়ে তুমি আজন্ম সবুজ ছাড়া কেমন অর্থহীন ।
তার চেয়ে এই ঢের ভাল আছো তুমি,
কান্না হাসির দ্বন্দ্বে দ্বন্দ্বিত মানুষ
কিংবা কবি...
ধরো,
তুমি ক্রমশই উদার হতে হতে
অনন্ত বিশালাকায় আকাশ হয়ে গেলে
গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্রের ভারে নুব্জ।
অথবা রহস্য রহস্য আর অসীম রহস্য তখন ...
তার চেয়ে এই ঢের ভাল আছো তুমি,
ক্লান্তি শেষে ঘরে ফেরা শফিক সাহেব
কিংবা ফসলের স্বপ্ন বুকে বাঙ্গালী কৃষক...
ধরো,
তুমি ক্রমশই উঁচু হতে হতে
একটা পাহাড় হয়ে গেলে ...
গম্ভীর, অসম্ভব সুন্দর তুমি, প্রকৃতিকে ধারন করো আপন মায়ায় ...
মানুষের মত কি তবু থাকবে এত ঐশর্য তখন ??
তার চেয়ে এই ঢের ভাল আছো তুমি,
অর্থাভাবে আটোসাটো সংসার খেলায় মগ্ন যুলেখা খাতুন ...
কিংবা, মঞ্চ কাঁপানো রোকেয়া প্রাচী ...
২৬/১০/২০১০

শুক্রবার, ২২ অক্টোবর, ২০১০

বিপরীত


একটা যুদ্ধের রক্ত প্লাবন শেষ হতেই
আর একটা যুদ্ধের সমুহ আহবান,
অথচ আমার প্রত্যহ সাধ জাগে
অতল সুরের স্রোতে ঘুরে আসি স্বপ্নলোক
সেখানে বিছানো থাক আনন্দ গোলাপ,
গভীর মন্ত্রবানে সহসাই প্রস্ফুটিত হতে থাক
ইচ্ছেবাগানের যত কুঁড়ি ...
একটা আলো নিভে আসা আকাশ শেষ হতেই
আর একটা ভেজা ভোরের সমুহ আহোবান,
অথচ, আমি চাই অনন্ত রাতের সফর
জ্যোৎস্না নাইবা থাকুক, তবু থাক
অন্ধকারে জ্বলে ওঠা বিড়ালের আলোর গোলক,
একা পথ শুঁকে তবু বুঝে যাই সাহসের অসীম দাপট...
এক একটা নদীর ভাঙ্গন শেষ হতেই
আর একটা রাক্ষসী ঢেউ এর সমুহ দুঃসহ আঘাত...
অথচ আমি চাই এই গাঙ্গেও অঞ্চলে
নদী ও মানুষ আবর্তিত হোক রোমাঞ্চের দ্যোতনায়...
ভাঙ্গা নয়, গড়ে তোলার অভ্যাসে পরিপুষ্ট প্রতিটি নদীতট...
একটা হাসির রুপবতী দিনের আগমন শেষ হতেই
আর একটি সূর্য রহস্য ঘিরে ধরে সমুহ আবেগ
অথচ আমি চাই আমার ভেতরে লুটে পুটে পরে থাক
সবটুকু সত্যের উন্মাদোনা,
সমস্ত পরিশ্রাবনের স্পষ্টভাষী প্রতিজ্ঞা ...