শুক্রবার, ৫ জুলাই, ২০১৩

কথা মালা

১।   মূলত মানুষ ভাবতেই ভাল লাগে নিজেকে 
      মূলতই মানুষের গুনাগুণ থাকা চাই ঠিক,
      লুণ্ঠনের কৌশল অথবা 
      হন্তারকের বিদ্যাপীঠে তবু কেন মানুষের অগাধ আনাগোনা? 
      নিজেকে মানুষ ভাবতে ভালোবাসো, তাইতো ? 
      গেরস্থালির দেয়াল পেরিয়ে, শুধু শিখে নাও মানবিক বিদ্যা... 
      আর, হত্যা যদি করতেই হয়, 
     তবে এক্ষুনি হত্যা কর নেজের পশুত্বকে । 

    ( পৃথিবীর তাবৎ গণহত্যার একদম বিপরীতের দাঁড়িয়ে আমাদের আকুতি )

২।    শুদ্ধ আকুতির অশ্রু দিয়ে সাজিয়ে দিয়েছি দুপুরের প্রার্থনা
       সন্ধ্যার সিজদায় মৃত্যু নামক রহস্যের জন্য মিনতি- সুন্দরতম মৃত্যু দিও প্রভু
       শেষ রাতের জায়নামাজে সোজা পথের আবদার চেয়ে দিয়েছি এক চিঠি
       গড়িয়ে পরা দিনের আবডালে প্রশান্ত আছর নামায
        দিন শেষে অবনত মস্তকে প্রশংসার ফুল বিছিয়ে,
        আরেকটা শুদ্ধ ভোরের অপেক্ষায় যুলেখা, খান সাহেব অথবা অসংখ্য সিজিদাপ্রেমীক............

৩।   আমরা যখন ঘুমিয়ে যাবো দীর্ঘ রজনীতে 
       সকাল ঠিকই হবে,
       অন্য কিছু ভোরের পাখি উঠবে জেগে
       খুলবে দুয়ার তবে ।
       সবুজ কিছু স্বপ্ন তখন স্নিগ্ধ হবে খুব
       শিল্পী কোন আঁকবে ঠিকই 
       প্রশান্ত এক জন্মভূমির বিচ্ছুরিত রুপ ... 


টুকরো কবিতা

১। নীল নিস্তবধতা,
    এক ঘেয়ে ইচ্ছাটা আজ তবে মরে যাক
    যা কিছুই সুখের অধিক, সবটুকু অস্তিত্ব হারাক।

২। নিস্তব্ধতায় খুঁজে পাই খুব বেশি সোরগোল 
    আঁধারেই আছে যেন আলোর খনি
    চোখ বুঝলেই দেখি অজস্র সম্ভাবনা ... 
     নেই যার ধন, সেই সব থেকে বেশি ধনী।

৩।  জমিয়ে রাখা আদিখ্যতা, কিছু পাগলামি 
     হাত বাড়িয়ে নিয়েছো কখন, বুঝিনি আমি,
     মন পকেটে রৌদ্র পুরে পাশাপাশি হাঁটাহাঁটি 
     দুঃখ সুখের নকসা ছুঁয়ে জীবনটা পরিপাট,
     না না এই নয় শেষ
     আছে অন্য স্বদেশ... 
     সেখানেই দাঁড়িয়ে দুজন, যুগল সিজদায় 
     তাঁর সন্তোষ যেন আমাদের জীবন রাঙ্গায় ।

৪।     আমাদের শোক শোক খেলা
       তারপর শুধু অবহেলা ।
       মুছে যায় আবেগের রেখা
       হয়নাতো কিছুতেই শেখা ।
       অপরাধি ঘুরে ফিরে চলে
       বেড়ে ওঠে খুব ফুলে ফলে ।
       একে একে হায়েনার ভিড়ে 
       মানবতা কেঁদে কেঁদে ফেরে । 
       খুনিরা নাই পেলে সাজা 
       হয়ে ওঠে আমাদের রাজা ..