রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৩

আনচান

এক ঘেয়ে মত কিছু স্বপ্ন, আর,
রঙচটা নিয়মের হাঁসফাঁস
আমি তার মাঝে বয়ে চলা নদী এক
খুব বেশিই দুরন্ত। 

ধোয়াসে স্মৃতিদের গলিতে,
ঘুরে ঘুরে খামোখাই ক্লান্ত
তবু ঠিক বার বার ছুটে যাই 
অতীতটা খুরে খুরে শ্রান্ত ..

চোখে চোখে আঁকাআঁকি রোজ রোজ 
জোনাকির খোঁজে মন ব্যস্ত...
তবু দরজাটা হবে জানি বন্ধ
তারপর অতঃপর ঠিকানা-
রংহীন বড়ই স্তব্ ...