যতই গর্জে ওঠো,
যতই পৃথিবী ছাড়িয়ে তোমার হাত বিস্তৃত করো
আকাশের ওপারে আকাশে,
গ্যালাক্সি , গ্রহ নক্ষত্রের সীমানা ছাড়িয়ে, হয়তো আরো বহুদূর...
তবু তুমি তো সেই মৃত্তিকাপ্রবল মানুষই থাকো ।
যতই দম্ভে স্তম্ভিত হোক ভূপৃষ্ট
তোমার আধুনিক মারনাস্ত্রের ছোবলে ছিন্নভিন্ন হোক মানবিক প্রেম,
তবু তুমি তো সেই মৃত্তিকাপ্রবল মানুষই থাকো...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন