সোমবার, ২৪ অক্টোবর, ২০১১

চলে যাওয়া নাকি ফিরে চলা ?


আসা এবং চলে যাবার মাঝখানে কিছুটা সময়
যেমন জন্ম, যেমন মৃত্যু
আর, কিছুটা অবুঝ ঔদ্ধত নিষ্টুর নড়াচড়া,
একটা প্রচ্ছন্ন আকুতির আবরনেও চলে যাবার ঘোষনা...
এই চলে যাওয়া কি সত্যিই চলে যাওয়া ?
নাকি ফিরে চলা ?
যেমন চলে গেলেন নাসের খান
যেমন চলে গেল সদ্য পৃথিবীর স্পর্শে কেঁদে ওঠা শিশুটি
কিংবা যেমন চলে গিয়েছিলেন সুমাইয়া ... আরও সুজন, কিংবা অচেনা
নাহ, চলে যাওয়া নয়
বরং ফিরে চলা নিজ ঠিকানায়...

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১

আত্বপক্ষ ??


খুব সহজেই বলে ফেলি পাহাড় ডিঙ্গাবো,
ওই দূর নীলিমায় অন্তহীন উড়ে যাবো ঠিক
অথবা,
মনের আকাশে খুব সহজেই জ্বলে ওঠে
অনেক কল্পনা বিলাশি তারা।
এত উদবেলিত হয়ে ওঠে অন্তরটা,
মনে হয় এক্ষুনি ঝাপিয়ে পরি সব অসুন্দরের একদম বিপক্ষে
কিংবা,
পৃথিবীতে সঙ্কুচিত হয়ে আসা বিশ্বাসের ঠিকানা খুঁজতে বেড়িয়ে পরি অজানার পথে।
মাঝে মাঝে আল মাহমুদের কবিতার মত যুদ্ধের হাহাকার ধেয়ে আসে
মুহুর্তেই কোথা থেকে এক দীর্ঘদেহী ঘোরসওয়ার  সামনে দিয়ে লাফিয়ে চলে যায়।
হায় আবেগ ! শুধু
নুয়ে পরি এখানেই, এই জমিনে , পৃথিবীর রঙ আঁকড়ে বেঁচে থাকার লোভ ...