সোমবার, ২৪ অক্টোবর, ২০১১

চলে যাওয়া নাকি ফিরে চলা ?


আসা এবং চলে যাবার মাঝখানে কিছুটা সময়
যেমন জন্ম, যেমন মৃত্যু
আর, কিছুটা অবুঝ ঔদ্ধত নিষ্টুর নড়াচড়া,
একটা প্রচ্ছন্ন আকুতির আবরনেও চলে যাবার ঘোষনা...
এই চলে যাওয়া কি সত্যিই চলে যাওয়া ?
নাকি ফিরে চলা ?
যেমন চলে গেলেন নাসের খান
যেমন চলে গেল সদ্য পৃথিবীর স্পর্শে কেঁদে ওঠা শিশুটি
কিংবা যেমন চলে গিয়েছিলেন সুমাইয়া ... আরও সুজন, কিংবা অচেনা
নাহ, চলে যাওয়া নয়
বরং ফিরে চলা নিজ ঠিকানায়...

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন