শনিবার, ১৭ জুলাই, ২০১০


থামবেনা সূর্যের বিকিরন,
ম্লান হবেনা বৃষ্টি যুবকের কোন মানবিক প্রতিশ্রুতি শৈল্পিক বেদোনার নকশা থেকে রক্তের ফেনা উপচে লাফিয়ে উঠবে কাংখিত নতুন পৃথিবী ----
এমন সহস্র স্বপ্নের সূঁচের আঘাতে

এখন শুধু থমকে যায় সাহসী ঈগল ...

ঘন হয় ক্লান্ত শহর

ক্লান্ত প্রহর

ক্লান্তিতে ভস্ম সুখের নহর

যদি এমনই পিছু হটা প্রেমিকদের দেখে

সবাই সিজদা আর সংগ্রাম ভুলে যায়

যদি বিশ্বাসের তলোয়ারগুলো
এই বিক্ষিপ্ত নগ্ন সময়ে
হারিয়ে ফেলে আঘাতের অভ্যাস

তবে মৃত্যু নামুক

তবে মৃত্যু কাঁদাক,

মৃত্যু শিখাক

মৃত্যু আবার হাঁক দিয়ে যাক কঠিন ত্রাসে ...

অনেক গেছে সুখ সকালের ঘাসের আবেশ

অনেক গেছে ঘরের কোনে অলস দুপুর

অনেক গেছে ছুট গতি ওই রঙের নেশায়
অনেক গেছে সন্ধ্যা বধুর মধুর তিথি ...
এবার তবে স্বপ্ন ভাঙ্গুক
এবার তবে ব্যাথার নীলে

সব ফিরে পাক তীব্র সাহস ,বাদ প্রতিবাদ ...... ১৭.০৮.২০১০

1 comments:

Unknown বলেছেন...

Excellent, Thank you so much for your nice poem. Best wishes for you.

একটি মন্তব্য পোস্ট করুন