পৃথিবীতে যদি শুধু একটা শব্দ প্রতিষ্টার জন্য সব মানষ তাদের সকল শ্রম নিয়োগ করতো তাহলে হয়তো কোনদিন কাউকেই কোন কষ্ট স্পর্শ করতে পারতো না। “ভালোবাসা” এই ছোট্ট একটা শব্দের যে কত শক্তি তা আমরা কল্পনাও করতে পারিনা ।
এই একটা শব্দের সর্বোচ্চ ব্যবহারের উপরেই নির্ভর করছে আমাদের জীবনের সব শান্তি সম্মৃদ্ধি । জীবনের অতি ক্ষুদ্র অংশ থেকে শুরু করে সবদিকে যদি এর ব্যপক প্রয়োগ নিশ্চিত করা যেত তাহলে আমাদের পৃথিবীটা সত্যিই আলো আমার আলো ওগো আলোয় ভূবন ভরা হয়ে যেত ।
আমার বাবা মা আমাকে খুব ভালোবাসেন । আমার কোন কষ্ট তাদের সহ্য হয়না । কিন্তু এই বাবা মা যখন পরিবারের বাইরের কাউকে কষ্ট দিতে দ্বিধা বোধ করেন না, তখন ই ভালোবাসার মৃত্যু ঘটে ওখানে। আমার কষ্টে যেমন তারা ব্যাথিত হয় তেমনি যদি অন্যের কষ্টেও ব্যথা অনুভব করতো তাহলেই ভালোবাসার আর একটা সবুজ বৃক্ষ জন্ম নিত যা এই সবুজ পৃথিবী কে আরো সতেজ করে তুলতো।
আমাদের স্বার্থপরতা আমাদের মাঝ থেকে ভালোবাসা মুছে দিয়েছে । আমরা শুধু নিজেদের নিয়ে ভাবতে গিয়ে পৃথিবীকে ভালোবাসাহীন করে ফেলছি ।
যদি পরিবার কে যেভাবে ভালোবাসছি, সেভাবে দেশ কে ভালোবাসতে পারতাম তাহলে দেশের প্রতিটি মানুষের জন্য আমার ভালোবাসা আমাকে দায়িত্বশীল করে তুলতো। আমি অন্যের হক মেরে নিজের আখের গুছাতাম না ।
আমরা আমাদের দেশের রাজনীতিবিদদের গালি দিতে খুব পছন্দ করি, কিন্তু এক বার ও কি ভেবে দেখেছি, আমি নিজে কতটুকু দেশের জন্য অবদান রাখছি???
আমার দ্বারা দেশের কোন ক্ষতি হচ্ছে কি না?? কিংবা দেশের জন্য আমার ভালোবাসা কি আমি মেপে দেখেছি ???
আমার প্রতিবেশি কি খেয়ে রাত কাটাচ্ছে ??নাকি না খেয়ে , সে খবর কি আমি রাখি ??? আমার অফিসের কলিগরা আমার ভালোবাসায় কতটুকু সিক্ত???
আমার সহপাঠিটির দুঃখ কষ্টের আমি কতটুকু ভাগিদার ???
আমার চলার রাস্তাটি পরিষ্কার রাখতে আমার ভূমিকা কতটুকু ???
আমার কথায় ও কাজে ভালোবাসার প্রচ্ছন্ন প্রভাবচক্রের মধ্যে সীমাহিন এক সুখের সমূদ্র বিরাজ করতে পারে, যদি আমার অন্তরে থাকে মানুষ এবং পৃথিবীকে ভালোবাসার এক দৃঢ় প্রতিজ্ঞা ...
ভালোবাসার এই চেইন রিএকশান থেকে রেহাই পাবেনা কেউই, তাহলেই আমার পৃথিবী হতে পারে কষ্ঠহীন, বেদনাবিহীন, সুখের এক অপার নীল আকাশ ...
আসুন ছড়িয়ে দেই সেই ভালোবাসা ...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন