বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০১০

এই ঢের ভাল আছি


ধরো,
তুমি ক্রমশই সবুজ হতে হতে
আস্তো একটা বৃক্ষ হয়ে গেলে,
শব্দহীন, ছন্দহীন, সুরের মুর্ছনাহীন ভূবনে তুমিও তেমন...
নিথর দাঁড়িয়ে তুমি আজন্ম সবুজ ছাড়া কেমন অর্থহীন ।
তার চেয়ে এই ঢের ভাল আছো তুমি,
কান্না হাসির দ্বন্দ্বে দ্বন্দ্বিত মানুষ
কিংবা কবি...
ধরো,
তুমি ক্রমশই উদার হতে হতে
অনন্ত বিশালাকায় আকাশ হয়ে গেলে
গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্রের ভারে নুব্জ।
অথবা রহস্য রহস্য আর অসীম রহস্য তখন ...
তার চেয়ে এই ঢের ভাল আছো তুমি,
ক্লান্তি শেষে ঘরে ফেরা শফিক সাহেব
কিংবা ফসলের স্বপ্ন বুকে বাঙ্গালী কৃষক...
ধরো,
তুমি ক্রমশই উঁচু হতে হতে
একটা পাহাড় হয়ে গেলে ...
গম্ভীর, অসম্ভব সুন্দর তুমি, প্রকৃতিকে ধারন করো আপন মায়ায় ...
মানুষের মত কি তবু থাকবে এত ঐশর্য তখন ??
তার চেয়ে এই ঢের ভাল আছো তুমি,
অর্থাভাবে আটোসাটো সংসার খেলায় মগ্ন যুলেখা খাতুন ...
কিংবা, মঞ্চ কাঁপানো রোকেয়া প্রাচী ...
২৬/১০/২০১০

1 comments:

অচেনা আপন বলেছেন...

সত্যি তো! এই ঢের ভালো আছি।
অতটা উঁচু হলে কী দাঁড়িয়ে থাকতে পারতাম,
যদি ধ্বসে পড়ি,
অসহ্য ভারে, পাহাড়ের মত।
নীল হতে চেয়েছিলাম,
সাগরের মত, কখনো অশান্ত, কখনো প্রশান্ত,
এখন ভাবি, প্রয়োজন কী,
কূল ভাসাবার ক্ষণে ক্ষণে,
শত জোড়া চোখের জল মেলানোর বুকের মাঝে,
জল কী কিছু কম আছে আমার চোখে, আমার বুকে!
এই তো ঢের ভালো আছি।

একটি মন্তব্য পোস্ট করুন