বুধবার, ২৩ নভেম্বর, ২০১১

দুঃখগুলো নির্বোধ, বোবা কিংবা কালা ...

শুশ্রূষার পথ চেয়ে কত ভোর সন্ধ্যার সাথে মিশে গেলো
ঔষধের শিশিগুলো শিয়রে রেখে কত সিজদায় বিগলিত আবদার ।
এক গোছা ফুল নিয়ে অনেক সুহৃদ এসেছিল
হাসির জরি দিয়ে শুভ্র মেঘ একে গিয়েছিল সাদা বিছানায় ...
আর কতকাল ?
আর কত রাত ঔষধের শিশি নিয়ে মায়াবতী নার্সের আনাগোনা ?
আর কত পরে থাকা সাদা বিছানায়, অসহায় ?

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন