১। মূলত মানুষ ভাবতেই ভাল লাগে নিজেকে
মূলতই মানুষের গুনাগুণ থাকা চাই ঠিক,
লুণ্ঠনের কৌশল অথবা
হন্তারকের বিদ্যাপীঠে তবু কেন মানুষের অগাধ আনাগোনা?
নিজেকে মানুষ ভাবতে ভালোবাসো, তাইতো ?
গেরস্থালির দেয়াল পেরিয়ে, শুধু শিখে নাও মানবিক বিদ্যা...
আর, হত্যা যদি করতেই হয়,
তবে এক্ষুনি হত্যা কর নেজের পশুত্বকে ।
( পৃথিবীর তাবৎ গণহত্যার একদম বিপরীতের দাঁড়িয়ে আমাদের আকুতি )
শেষ রাতের জায়নামাজে সোজা পথের আবদার চেয়ে দিয়েছি এক চিঠি
গড়িয়ে পরা দিনের আবডালে প্রশান্ত আছর নামায
দিন শেষে অবনত মস্তকে প্রশংসার ফুল বিছিয়ে,
আরেকটা শুদ্ধ ভোরের অপেক্ষায় যুলেখা, খান সাহেব অথবা অসংখ্য সিজিদাপ্রেমীক............
অন্য কিছু ভোরের পাখি উঠবে জেগে
খুলবে দুয়ার তবে ।
সবুজ কিছু স্বপ্ন তখন স্নিগ্ধ হবে খুব
শিল্পী কোন আঁকবে ঠিকই
প্রশান্ত এক জন্মভূমির বিচ্ছুরিত রুপ ...
মূলতই মানুষের গুনাগুণ থাকা চাই ঠিক,
লুণ্ঠনের কৌশল অথবা
হন্তারকের বিদ্যাপীঠে তবু কেন মানুষের অগাধ আনাগোনা?
নিজেকে মানুষ ভাবতে ভালোবাসো, তাইতো ?
গেরস্থালির দেয়াল পেরিয়ে, শুধু শিখে নাও মানবিক বিদ্যা...
আর, হত্যা যদি করতেই হয়,
তবে এক্ষুনি হত্যা কর নেজের পশুত্বকে ।
( পৃথিবীর তাবৎ গণহত্যার একদম বিপরীতের দাঁড়িয়ে আমাদের আকুতি )
২। শুদ্ধ আকুতির অশ্রু দিয়ে সাজিয়ে দিয়েছি দুপুরের প্রার্থনা
সন্ধ্যার সিজদায় মৃত্যু নামক রহস্যের জন্য মিনতি- সুন্দরতম মৃত্যু দিও প্রভুশেষ রাতের জায়নামাজে সোজা পথের আবদার চেয়ে দিয়েছি এক চিঠি
গড়িয়ে পরা দিনের আবডালে প্রশান্ত আছর নামায
দিন শেষে অবনত মস্তকে প্রশংসার ফুল বিছিয়ে,
আরেকটা শুদ্ধ ভোরের অপেক্ষায় যুলেখা, খান সাহেব অথবা অসংখ্য সিজিদাপ্রেমীক............
৩। আমরা যখন ঘুমিয়ে যাবো দীর্ঘ রজনীতে
সকাল ঠিকই হবে,অন্য কিছু ভোরের পাখি উঠবে জেগে
খুলবে দুয়ার তবে ।
সবুজ কিছু স্বপ্ন তখন স্নিগ্ধ হবে খুব
শিল্পী কোন আঁকবে ঠিকই
প্রশান্ত এক জন্মভূমির বিচ্ছুরিত রুপ ...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন