শুক্রবার, ৫ জুলাই, ২০১৩

টুকরো কবিতা

১। নীল নিস্তবধতা,
    এক ঘেয়ে ইচ্ছাটা আজ তবে মরে যাক
    যা কিছুই সুখের অধিক, সবটুকু অস্তিত্ব হারাক।

২। নিস্তব্ধতায় খুঁজে পাই খুব বেশি সোরগোল 
    আঁধারেই আছে যেন আলোর খনি
    চোখ বুঝলেই দেখি অজস্র সম্ভাবনা ... 
     নেই যার ধন, সেই সব থেকে বেশি ধনী।

৩।  জমিয়ে রাখা আদিখ্যতা, কিছু পাগলামি 
     হাত বাড়িয়ে নিয়েছো কখন, বুঝিনি আমি,
     মন পকেটে রৌদ্র পুরে পাশাপাশি হাঁটাহাঁটি 
     দুঃখ সুখের নকসা ছুঁয়ে জীবনটা পরিপাট,
     না না এই নয় শেষ
     আছে অন্য স্বদেশ... 
     সেখানেই দাঁড়িয়ে দুজন, যুগল সিজদায় 
     তাঁর সন্তোষ যেন আমাদের জীবন রাঙ্গায় ।

৪।     আমাদের শোক শোক খেলা
       তারপর শুধু অবহেলা ।
       মুছে যায় আবেগের রেখা
       হয়নাতো কিছুতেই শেখা ।
       অপরাধি ঘুরে ফিরে চলে
       বেড়ে ওঠে খুব ফুলে ফলে ।
       একে একে হায়েনার ভিড়ে 
       মানবতা কেঁদে কেঁদে ফেরে । 
       খুনিরা নাই পেলে সাজা 
       হয়ে ওঠে আমাদের রাজা ..


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন