আমার ঘরের পানে আকাশ তাকায়,
ঐ যে ধবল মেঘ, সে আমায় ছুঁতে চায়
ঐ যে ধবল মেঘ, সে আমায় ছুঁতে চায়
প্রতিবেশি রদ্দুর জানে, থাকি আমি দূর বহুদূর
নাগরিক উপহাস গুনে, অশ্রান্ত নিরুপায় অচিন্তপুর..
নাগরিক উপহাস গুনে, অশ্রান্ত নিরুপায় অচিন্তপুর..
ডানা মেলে উড়ে চলা এক পাখির স্বপ্নলোক ...