বোবা সময়ের ভাঁজ ভেঙ্গে খুলে দেখি,
বেশামাল গতি তার
নেই কেউ হাত দিয়ে ছুঁয়ে বলে,
নেবো আমি সব ভার.
বেশামাল গতি তার
নেই কেউ হাত দিয়ে ছুঁয়ে বলে,
নেবো আমি সব ভার.
অজানার জানালায় উঁকি দিলে তখুনি,
আবছা আলোরা দেয় ধুমধাম বকুনি।
আবছা আলোরা দেয় ধুমধাম বকুনি।
তবু এই বোবা কালা সময়ের নদী ঢেউ
পাল তুলে হাল ধরে, নেই সাহসী নাবিক কেউ!
শহরে শহরে উঁচু দালানের আড়ালে
কালো ছায়া দমকায় খানিকটা দাঁড়ালে!
পাল তুলে হাল ধরে, নেই সাহসী নাবিক কেউ!
শহরে শহরে উঁচু দালানের আড়ালে
কালো ছায়া দমকায় খানিকটা দাঁড়ালে!
বলো-
অবেলায় অবিরাম বাতিঘর কোথা পাই
তাই বোবা সময়ের কাঁধে সব বোঝা চেপে যাই...
অবেলায় অবিরাম বাতিঘর কোথা পাই
তাই বোবা সময়ের কাঁধে সব বোঝা চেপে যাই...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন