সেই শববাহী মিছিলে তুমিও যাবে
হয় মৃত্যুরূপ শ্বেতকায় আচ্ছাদনে, নয়তো বিদায়ের নীলে,
সেই শববাহী মিছিলে সবাইকে পাবে
যেমন করে একে একে জমা হয় মেঘ, টুপটাপ খালে বিলে।
হয় মৃত্যুরূপ শ্বেতকায় আচ্ছাদনে, নয়তো বিদায়ের নীলে,
সেই শববাহী মিছিলে সবাইকে পাবে
যেমন করে একে একে জমা হয় মেঘ, টুপটাপ খালে বিলে।
তুমিও অন্ধকার শুষে শুষে লীন
রহস্য চাক চাক, তোমার সে পরাস্ত দাম্ভিক দিন!
রহস্য চাক চাক, তোমার সে পরাস্ত দাম্ভিক দিন!
তোমারও অট্যহাসির রেখা গড়াবে, রাত্তিরের নেভানো চিরাগে
ভুলোনা এ চিরকাল নয়, যেতে হবে নিষ্ঠুর নিমন্ত্রনে, তুমুল বিরাগে ...
ভুলোনা এ চিরকাল নয়, যেতে হবে নিষ্ঠুর নিমন্ত্রনে, তুমুল বিরাগে ...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন