সোমবার, ২০ মে, ২০১৩

উপযুক্ত সময়

ভাঙনের অভ্যাস জানো ?
শুরু হলে নিঃশেষ হবেই সে, মানো?
এখন সেই উপেক্ষিত সময়
ভাঙতে ভাঙতে হবে আমূল অপচয় ।

এরপর সহজ আরম্ভ ,নতুন সূর্যের
উড়বে নিশান দেখো নয়া দূর্গের ।

তবু বলি ভাঙনেই উপযুক্ত মুক্তোর চাষবাস
তবু বলি ভেঙে ভেঙে গড়তে শেখায় ইতিহাস...

শনিবার, ১৮ মে, ২০১৩

খোঁজ

মৌনতার অক্ষরে লেখা মিনতির শব্দগুলো,
কে বোঝে ? কে দেয় নিরবে উত্তর ?
সিজদায় সিজদায় যত কথোপকথন
অন্তরে বিনম্র নকসা আঁকার যত আয়োজন
কে তাতে ঢেলে দেয় তৃপ্তি ?






বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

বিশ্বাস অথবা ঐশ্বর্য

যাকে তুমি বিশ্বাস বল, আমি বলি ঐশ্বর্য,
অবনত অন্তরের গহীনে যার অবাধ প্রতাপ।
মৃত্যুর সংজ্ঞা খুঁজে খুঁজে যারা গোত্রহীন নক্ষত্রের মত সময়ে মিলায়
তাদের হীনতা বুঝ ?
অথচ তুমি যাকে বিশ্বাস বল,
আর আমি বলি ঐশ্বর্য, সেখানেই উন্মুক্ত রহস্যের বিচরণ ।
যার কাছে ক্ষুধা সর্বোস্ব শরীরের দিনরাত্রি যাপনের নাম জীবন
তবে মৃত্যু মানে মাটিতে বিলীন।
যাকে তুমি বিশ্বাস বল, আমি বলি ঐশ্বর্য
সে ঐশ্বর্যে প্রোথিত আশ্বাস,
রাজাধিরাজের কাছে ফিরে যাওয়াই মৃত্যুর প্রকৃত বিন্যাস...