ভাঙনের অভ্যাস জানো ?
শুরু হলে নিঃশেষ হবেই সে, মানো?
এখন সেই উপেক্ষিত সময়
ভাঙতে ভাঙতে হবে আমূল অপচয় ।
এরপর সহজ আরম্ভ ,নতুন সূর্যের
উড়বে নিশান দেখো নয়া দূর্গের ।
তবু বলি ভাঙনেই উপযুক্ত মুক্তোর চাষবাস
তবু বলি ভেঙে ভেঙে গড়তে শেখায় ইতিহাস...
শুরু হলে নিঃশেষ হবেই সে, মানো?
এখন সেই উপেক্ষিত সময়
ভাঙতে ভাঙতে হবে আমূল অপচয় ।
এরপর সহজ আরম্ভ ,নতুন সূর্যের
উড়বে নিশান দেখো নয়া দূর্গের ।
তবু বলি ভাঙনেই উপযুক্ত মুক্তোর চাষবাস
তবু বলি ভেঙে ভেঙে গড়তে শেখায় ইতিহাস...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন