শনিবার, ১৮ মে, ২০১৩

খোঁজ

মৌনতার অক্ষরে লেখা মিনতির শব্দগুলো,
কে বোঝে ? কে দেয় নিরবে উত্তর ?
সিজদায় সিজদায় যত কথোপকথন
অন্তরে বিনম্র নকসা আঁকার যত আয়োজন
কে তাতে ঢেলে দেয় তৃপ্তি ?






0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন