যাকে তুমি বিশ্বাস বল, আমি বলি ঐশ্বর্য,
অবনত অন্তরের গহীনে যার অবাধ প্রতাপ।
মৃত্যুর সংজ্ঞা খুঁজে খুঁজে যারা গোত্রহীন নক্ষত্রের মত সময়ে মিলায়
তাদের হীনতা বুঝ ?
অথচ তুমি যাকে বিশ্বাস বল,
আর আমি বলি ঐশ্বর্য, সেখানেই উন্মুক্ত রহস্যের বিচরণ ।
যার কাছে ক্ষুধা সর্বোস্ব শরীরের দিনরাত্রি যাপনের নাম জীবন
তবে মৃত্যু মানে মাটিতে বিলীন।
যাকে তুমি বিশ্বাস বল, আমি বলি ঐশ্বর্য
সে ঐশ্বর্যে প্রোথিত আশ্বাস,
রাজাধিরাজের কাছে ফিরে যাওয়াই মৃত্যুর প্রকৃত বিন্যাস...
অবনত অন্তরের গহীনে যার অবাধ প্রতাপ।
মৃত্যুর সংজ্ঞা খুঁজে খুঁজে যারা গোত্রহীন নক্ষত্রের মত সময়ে মিলায়
তাদের হীনতা বুঝ ?
অথচ তুমি যাকে বিশ্বাস বল,
আর আমি বলি ঐশ্বর্য, সেখানেই উন্মুক্ত রহস্যের বিচরণ ।
যার কাছে ক্ষুধা সর্বোস্ব শরীরের দিনরাত্রি যাপনের নাম জীবন
তবে মৃত্যু মানে মাটিতে বিলীন।
যাকে তুমি বিশ্বাস বল, আমি বলি ঐশ্বর্য
সে ঐশ্বর্যে প্রোথিত আশ্বাস,
রাজাধিরাজের কাছে ফিরে যাওয়াই মৃত্যুর প্রকৃত বিন্যাস...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন