কি এক প্রবল আকর্ষণে,
আমায় কেবল পাহাড় টানে, নদী কিংবা বৃক্ষ টানে।
স্বচ্ছ পানির এক হাঁটু জল,
বড়ই গাছে ঢিল ছোঁড়া সেই বিকেলগুলো-
স্মৃতির রাজ্যে আঘাত হানে।
স্কুল আঙিনা, অথবা সেই গরুর গাড়ির নষ্ট চাকা
পিছলে পরা বৃষ্টি পথে অবাদ্ধতার সব বকুনি
মায়ের কাছে আছে জমা, আমিই শুধু শূন্য, ফাঁকা !
ইট পাঁথরের দেয়ালগুলোর অট্টহাসি
তখন কেমন কুশ্রী লাগে,
বিশ্রী লাগে নিয়ন আলোয় আঁতকে উঠা সন্ধ্যাগুলো !
আমায় কেবল পাহাড় টানে, নদী কিংবা বৃক্ষ টানে।
স্বচ্ছ পানির এক হাঁটু জল,
বড়ই গাছে ঢিল ছোঁড়া সেই বিকেলগুলো-
স্মৃতির রাজ্যে আঘাত হানে।
স্কুল আঙিনা, অথবা সেই গরুর গাড়ির নষ্ট চাকা
পিছলে পরা বৃষ্টি পথে অবাদ্ধতার সব বকুনি
মায়ের কাছে আছে জমা, আমিই শুধু শূন্য, ফাঁকা !
ইট পাঁথরের দেয়ালগুলোর অট্টহাসি
তখন কেমন কুশ্রী লাগে,
বিশ্রী লাগে নিয়ন আলোয় আঁতকে উঠা সন্ধ্যাগুলো !
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন