রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

মূলত রঞ্জনা ,মাধুরী অথবা যুলেখা দেখেছে ঝড়

একটা ভারী কণ্ঠের দাপটে চমকে উঠলাম,
তোমার তো এ পথে আসার কথা ছিলনা মানবী ??
মুদ্রার এপিঠের জঞ্জালে কেন এলোমেলো তোমার বর্তমান ??
জীর্ণ ঠোঁটের সীমানায় একটা অদ্ভুত রহস্য নিয়ে আমি নিশ্চুপ রইলাম ।
পেছনে তাকিয়ে দেখি একটা দীর্ঘ পথ যেন আস্তিন টেনে ধরছে ততক্ষণে...
কিছু শব্দ ছুঁড়ে দেবার প্রয়াস করলাম,
জঞ্জালের কথা বলছ হে পথিক ?
জানো কি ? কতটা শ্রাবণ ভেসে গেলে , বসন্তের স্বপ্ন দেখে যুলেখা  ??
কতটা নির্বিঘ্নের প্রত্যাশায় সহজাত মায়ার জাল বুনতে শেখে মাধুরী চাকমা ??
নির্বাসনে অবাঞ্ছিত রঞ্জনার শরীরে গজে ওঠা দুঃখগুলো
পড়গাছার মত ক্রমশই উর্ধ্বমুখী... কেন ? বলতে পারো ?
তোমরা স্বপ্ন দেখো পরিপাটি পারিজাত পৃথিবীর, যুলেখাও দেখেছিল জানো ?
মাধুরী চাকমাও পাহারের কোল ঘেঁষে ফুল তুলেছিল
রঞ্জনাকে চেন? যার চঞ্চলতায় খিলখিলিয়ে উঠতো গোমরা-মুখো বিকেল ...
মূলত  রঞ্জনা ,মাধুরী অথবা যুলেখা দেখেছে ঝড়,
উন্মাতাল স্রোতের টানে কিভাবে ভেসে যায় গোলাপি ওড়না
তাদের থেকে কেইবা  ভাল বুঝেছে তা ?
অতঃপর
আমি জঞ্জাল সরাতে সরাতে শতাব্দীর দিকে হেঁটে চললাম ...
১।১২।২০১১

1 comments:

masum বলেছেন...

ami jhor dekesi je jhor amar jiboneo simahin...je jhor amar jibon k kore protinioto ulot palot
ta te ki ami doray???ami abar sob alomelo gula k sajate basto hoay pori......

একটি মন্তব্য পোস্ট করুন