আলো-১
রাতের চাদরে আলোর নকশাকে কি আর মুছে ফেলা যায় ?
সমস্ত উপহাস তুচ্ছ করে তার প্রস্ফুটন।
তার দেদীপ্য প্রকাশের কাছে নুয়ে থাকে অশুভ পদশব্দ
কেমন বিনম্র , বিনীত রস্মিগুচ্ছের শক্ত আলিঙ্গন...
আলো-২
জ্যোৎস্নার চাঁদ কথা বলে,
আলোর মৌনতাকে ছাপিয়েও কথোপকথন ...
বিলাসী বধূর কাছে এই রাত রোমাঞ্চিত কালো গোলাপ
কারো কাছে এই আলো শুধু উপহাস ।
আলো -৩
পানির উপর যেই আলোর নাচন,
মানব অন্তর তাতে রহস্য খুঁজেছে কেবল
কিভাবে উন্মোচিত আকাশের আলোক রশ্মি গুলো সহসা উধাও
কোথা চলে যায় ?
ফিরে এসে হাসি মুখ দিনের আলোক বার্তা খসে পরে ...
আলো -৪
কখনো অনেক আলোর ঝলকানির ভেতরেও থাকে মূলত অন্ধকার
যেমন কোলাহলের মাঝেও কেউ খুব একাকী
অথবা, স্বপ্ন দেখেও কেউ ভুলে যায় আগামীর সমূহ সাহস ...
৩০ নভেম্বর ২০১১
রাতের চাদরে আলোর নকশাকে কি আর মুছে ফেলা যায় ?
সমস্ত উপহাস তুচ্ছ করে তার প্রস্ফুটন।
তার দেদীপ্য প্রকাশের কাছে নুয়ে থাকে অশুভ পদশব্দ
কেমন বিনম্র , বিনীত রস্মিগুচ্ছের শক্ত আলিঙ্গন...
আলো-২
জ্যোৎস্নার চাঁদ কথা বলে,
আলোর মৌনতাকে ছাপিয়েও কথোপকথন ...
বিলাসী বধূর কাছে এই রাত রোমাঞ্চিত কালো গোলাপ
কারো কাছে এই আলো শুধু উপহাস ।
আলো -৩
পানির উপর যেই আলোর নাচন,
মানব অন্তর তাতে রহস্য খুঁজেছে কেবল
কিভাবে উন্মোচিত আকাশের আলোক রশ্মি গুলো সহসা উধাও
কোথা চলে যায় ?
ফিরে এসে হাসি মুখ দিনের আলোক বার্তা খসে পরে ...
আলো -৪
কখনো অনেক আলোর ঝলকানির ভেতরেও থাকে মূলত অন্ধকার
যেমন কোলাহলের মাঝেও কেউ খুব একাকী
অথবা, স্বপ্ন দেখেও কেউ ভুলে যায় আগামীর সমূহ সাহস ...
৩০ নভেম্বর ২০১১
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন