সমস্ত উপমাকে অসহায় করে দিয়ে, মানুষ সত্যি এখন আর মানুষ থাকলোনা ...
তাইতো , এমন এক বারুদ গন্ধ সময়ের বুক ছিরে তাকিয়েই, চমকে উঠি!!
রাজপথে মানবিক মৃত্যু দেখে দেখে
মায়ের চোখের অশ্রু শুখিয়ে যেতে বসেছে তবু –
তুফানের চিহ্ন চিনতে শিখেনা কেউ,
তবু নিমগ্ন আলো আধারির খেলায় বিলাসী মন মাতে সুখের গুঞ্জরনে ...
রাজপথে নিথর পরে আছে সদ্য বিদায়ি যুবা
পৃথিবীর কাছে তার প্রাণ এত তুচ্ছ কেন বলতে পারো কেউ ?
অথচ এখনো তো মায়ের মমতা বেঁচে আছে বিশ্বাস হয় ...
হায় ! আজ শুধু মনে হয় ,গার নিঃশ্বাসে মরিচা পরেছে যেন
আমাদের চোখে এঁটে যাওয়া পর্দা-
কি এক অদৃশ্য সেকলে বাঁধা মনগুলো বোধহীন –
ভোগের কাছে নত শরীরে মেদ জমে জমে রাত ঘুমে স্বপ্নের লোভ –
আমরাতো সমস্ত উপমাকে অসহায় করে হয়ত আর মানুষ নই !!
কিংবা নির্বোধ !!
তাইতো , এমন এক বারুদ গন্ধ সময়ের বুক ছিরে তাকিয়েই, চমকে উঠি!!
রাজপথে মানবিক মৃত্যু দেখে দেখে
মায়ের চোখের অশ্রু শুখিয়ে যেতে বসেছে তবু –
তুফানের চিহ্ন চিনতে শিখেনা কেউ,
তবু নিমগ্ন আলো আধারির খেলায় বিলাসী মন মাতে সুখের গুঞ্জরনে ...
রাজপথে নিথর পরে আছে সদ্য বিদায়ি যুবা
পৃথিবীর কাছে তার প্রাণ এত তুচ্ছ কেন বলতে পারো কেউ ?
অথচ এখনো তো মায়ের মমতা বেঁচে আছে বিশ্বাস হয় ...
হায় ! আজ শুধু মনে হয় ,গার নিঃশ্বাসে মরিচা পরেছে যেন
আমাদের চোখে এঁটে যাওয়া পর্দা-
কি এক অদৃশ্য সেকলে বাঁধা মনগুলো বোধহীন –
ভোগের কাছে নত শরীরে মেদ জমে জমে রাত ঘুমে স্বপ্নের লোভ –
আমরাতো সমস্ত উপমাকে অসহায় করে হয়ত আর মানুষ নই !!
কিংবা নির্বোধ !!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন