রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

বৃত্ত বন্দি

আমরা এখন খুব আধুনিক,
চোখে রঙ্গিন চশমা এটে আমরা এখন পাগল প্রেমিক।
আমরা এখন ভালবাসি কৃত্রিমতার মুখোশগুলো, কিংবা যত মিথ্যা আছে নিজের ভেতর লুকিয়ে ফেলি ...
আমরা এখন খুব আধুনিক
রক্ত কিংবা মিছিল দেখে আমরা কেবল পেছন ফিরি
অথবা নিজ বৃত্ত দিয়ে নিজের ভেতর বন্দী থাকি ।
আমরা এখন খুব আধুনিক,
চোখে রঙ্গিন চশমা এটে, আমরা এখন পাগল প্রেমিক...
আমরা এখন খুব আধুনিক ১৩।০২।২০১২

1 comments:

masum বলেছেন...

amra akhon khub adhunik
karon amra akhon kono kisu dekeo na dekhar van kori....

একটি মন্তব্য পোস্ট করুন