রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

অথচ আমি আনকোরা !!

দুচোখে দুটো অপার সমুদ্র নিয়ে চেয়ে আছো
অথচ আমি সাঁতার ভুলতে বসেছি সেই কবে !
ছেড়া পথগুলো সুতোয় গাঁথতে বলে তুমি যেন কোথায় গেলে সন্ধ্যা ওবদি  
অথচ আমার দুচোকে এখন গভীর অন্ধকার ।
সাদা কাগজ হাতে তুলে দিয়ে বললে, লিখে যাও তবু
অথচ , কলমের কালি ফুরিয়েছে সেই কবে !
আমি গাইতে পারিনা বলেই কি বলেছিলে,
একটা গান শোনাবে কবি  ?
০৯।০২।২০১২

1 comments:

masum বলেছেন...

awesome ...awesome ami mugghdho

একটি মন্তব্য পোস্ট করুন