একদম এখানেই দাঁড়িয়ে ,
আমাদের বিশ্বাস কে হাতের ঝান্ডা করে নিয়েছি , উড়ছে ওটা
সুর্যের আলোর মত ওটা বিচ্ছুরিত হতেই ,
একদল মানুষ বস্তুবাদ শব্দটার বিপক্ষে স্লোগান দিতে দিতে এগিয়ে এলো ...
আর ভোগবাদীরা তখনও স্ক্রিনে স্ক্রিনে উন্মাদ।
এক থালা মদের পেয়ালা হাতে তখনও পুরুষের কাছে ধেয়ে আসছে নারী কিংবা ধ্বংস ...
দূর্গের মত গড়ে ওঠা সাহসীর সংখা বাড়বেই জেনে ,
কত মা যে তার পাজর ছিড়ে সাজিয়ে দিল বুকের মানিক,
কত ফুল শয্যার গোলাপ ছেড়ে বেরিয়ে আসছে চিহ্নিত যোদ্ধা,
কত তেজদ্বীপ্ত ধনী তার জরীদার ঘর উজার করে বিলিয়ে দিল কে জানে ?
আর যারা লেবাসে কুরান সাজিয়ে রাত ঘুমে বেহুশ,
কি জানি তারা কোন পথে ঘুম ভাঙ্গা দুঃস্বপ্ন দেখে চমকে উঠে !!
এক একটা শ্রমিকের ঘামের অপরুপ বিনিময়,
এক একটা সত্য শাসকের ভীত অন্তর,
অথবা, প্রশান্ত চিত্ত মুমিনের প্রসংশার উচ্চারন
আজ এক একটা ঝান্ডা হয়ে উড়ছে আমাদের হাতে ...
ঠিক এখানেই দাঁড়িয়ে, এই সবুজ নদীর জলধারা থেকে
জান্নাতের নেশায়, সুখ তারাকে যারা ভুলে গেল ,
চিনে নিক, চিনে নিক তাদের ঠিকানা আজ, এইখানে দাঁড়িয়েই...