মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১১

তখন কি আর তাকে তোমার মনে পরে ??



যেখানে সীমানা ফুরিয়ে গেলে,,
মনে হয় সব বুঝি মিছে মায়া জাল,
ইন্দ্রিয়গ্রাহ্য সব কিছুর ভেতর নিঃশেষে থাকে শুধু ছাই
হাতের উপর ও আর হাত থাকেনা
মনের পাশে গোলাপ গোলাপ ফুল থাকেনা
কার্নিশের আলোর খেলায় মন বসেনা
বুঝতে কি পারো তখন )
কতটা নগন্য এই ছোট্ট জীবন ?
তখন কি আর তার কাছে খুব মন সঁপেছো?
ইচ্ছে কি হয়, অন্তরে তার নামের গুণে শান্তি নামুক ?
খুশির জরীন আভায় যখন মুখটা জুড়ে রৌদ্র জ্বলে
চারপাশে যা কিছুই দেখি
অমন করে মুগ্ধ হয়ে চোখের কোনায় জোনাক ফুটে
সকাল সাঁঝে হঠাৎ যদি বৃষ্টি ঝরে,  
কেমন যেন সুখ সুখ বিচ্ছুরনে প্রাণটা হারাও
তখন কি আর মনে থাকে (?)
তার কথা ? তার বন্দনাতে তখন কি আর হয়েছো জুব  ?

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন