ভাবো,
এখন প্রতিবাদের শব্দগুলোও তোমার আমার দিকে তাচ্ছিল্যের হাসি ছুঁড়ে মারছে
আমাদের উচ্চারিত শব্দের তেজশুন্যতার বলয়ে হারিয়ে যেতে চলেছে মানবিক প্রেম
হাতের মুষ্টি থেকে ছুটে চলে গেল সাহসের স্বাধীনতা , আর
অমাবস্যার মত অন্ধকারের পুরুত্বে চাক চাক রহস্যের গন্ধ
মনে করো,
চারিদিকে যুদ্ধের ঘন্টাধ্বনি,
কিন্তু যুবকেরা সব পালিয়ে গেল উপত্যকার পেছন দিকটায় ...
বেঁচে থাকার মিথ্যা আশায় !!
মসজিদের মিনারগুলো ঠায় দাঁড়িয়ে আছে
কিন্তু আজানে আজানে এখন আর মুখরিত হয়না বিশ্বাসীদের শীতল আত্মা
ধরো,
নিরাপদ দূরত্ব বলতে আর কিছু নেই
জখম , রক্ত, ওহ! চারপাশে শুধু মৃত্যুর দাপট
মা কিংবা প্রেয়সীকে আঁকড়ে ধরে বেঁচে থাকার সময় বিলীন
রাওয়াহার মত তুমি কিংবা আমিও কি পারবো তখন, ছুটে যেতে ??
তুচ্ছ করে পৃথিবীর মায়ার বাঁধন !!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন