সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১

লড়াইয়ের চুড়ান্ত পথ

পারাপারের সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেছে
ওপারে যাবার একটা ডিঙ্গি নৌকাও এখন আর নেই
এই নির্জন নদীতটে উতকন্ঠার কালো চাদর গায়ে দাঁড়িয়ে আছে একটি প্রজন্ম …
পেছনে অসীম শুন্যতার তুমুল হাহাকার
আর সামনে বিশাল স্রোতস্বিনী মাড়িয়ে সোনালী গন্তব্যের হাতছানি 
কিন্তু,
পারাপারের জন্য যে একটি ডিঙ্গি নৌকোও আর অবশিষ্ট নেই !
ওপারের স্বপ্নে বিভোর চোখগুলো এখনো ভুলতে পারছেনা ধ্বংসের তান্ডব
ক্রমেই ফিকে হয়ে যাওয়া লাশের গন্ধ এখনও তাড়িয়ে বেড়াচ্ছে !
একে একে আত্মাগুলো যখন ভুলে গেল সত্য আর মিথ্যার প্রভেদ
রক্তাক্ত বদরের স্মৃতি মুছে গেল মনের সীমানা থেকে।
একটা একটা করে শান্তির বৃক্ষগুলো উপড়ে ফেলা হল
ইবলিশের অট্টহাসিতে আকাশ বাতাস তখন ভারী
ঠিক সেই মুহুর্তে ,
আদ আর সামুদের মত গুঁড়িয়ে গেল অবিশ্বাসীদের সমস্ত হুংকার , 
তখনো হেরার রশ্মি আঁকড়ে ধরে থাকা
কিছু বিচ্ছুরিত আলোর কণা ঝিলমিল করছিল…
নাজ্জাসির দরবারে দৃঢ় প্রত্যয় বুকে ঠিক যেমন দাঁড়িয়ে ছিল জাফর ।
এই পরিচর্যাহীন সময়ে,নদীতটে একাগ্র সেই আলোর কণাগুলো এখন এক নির্ঘুম অপেক্ষায়
কিন্তু ওপারের যাবার জন্য যে একটা নৌকার আজ খুব প্রয়োজন !  
তবু এই দুর্গম তাবুকের মত পথ বেছে নেয়া প্রশংসিত প্রাণগুলো
ওপারের তামান্নায় উচ্ছ্বসিত আত্মাগুলো
স্রষ্টার ভালবাসায় উদবেলিত অন্তরগুলো
বেছে নেবে লড়াইয়ের চুড়ান্ত পথ …

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন