সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১

এপিটাফ



বিলুপ্ত এক নগরীতে পরে আছে আমার শরীরের উচ্ছিষ্ট করোটি ও হাড়
কি তুচ্ছ, কি নগণ্য দেখো!!
অথচ আমৃত্যু ছিল বেঁচে থাকার তুমুল লড়াই
ফিরে চলা এক নদীকে যেন ঠিক স্রোতের উল্টো দিকে
টেনে নিয়ে যাবার এক মূর্খ প্রচেষ্টা …

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন