রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

এবং তুমি

আমার সাথে ছায়া হাঁটে
এবং তুমি মিলাও পায়ে পা
কে বলেছে আমার আকাশ নিকষ কালো মেঘেতে ঢাকা ?
বৃষ্টি যখন উথাল পাথাল
ভিজিয়ে দিয়ে আমার উঠোন, ছন্দে দোলায় পাহাড় সমুদ্দুর
এক চিলতে রোদের মত হঠাৎ দেখি তুমি যেন বিভায় রাঙ্গা নুর...
আমার যত যন্ত্রণাতে তোমাকে পাই অনেক কাছে
বন্ধু এমন অমন প্রিয় কে আর আছে ?

১৯।০২।২০১২

2 comments:

নামহীন বলেছেন...

সুন্দর একতা কবিতা!

masum বলেছেন...

bondhu amay jeyo na vule..........moner duar diasi khule.....

একটি মন্তব্য পোস্ট করুন