শুক্রবার, ২ নভেম্বর, ২০১২

আত্মারা নক্ষত্র এখন


১৯৫৫ সালে স্বাধীনতার এক বছর না হতেই সুদানে ঘটে যায় প্রথম গৃহযুদ্ধ।  এর পর আরো একটি গৃহযুদ্ধে বিদ্ধস্থ দেশটিতে ২.৫ মিলিয়ন মানুষকে হত্যা করা হয়। হাজার হাজার মানুষকে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলা হয়। কত বোনের সম্ভ্রমহানি করা হয়েছে তার কোন হিসাব মূলতই নেই। এরপর দীর্ঘ সময়ের রক্তস্রোত থেমে  গিয়ে ৯ জুলাই ২০১১, জন্ম নেয় নতুন একটি দেশ, সাউথ সুদান। জাতিসংঘের ১৯৩ তম দেশ এটি। যে পৃথিবীটিতে আমাদের বসবাস, সেখানে ইতিহাসের পাতায় পাতায়, এক একটি দেশের স্বাধীনতার পেছনের নির্মম রক্তস্রোত আমাদের আতঙ্কিত করেই চলে। তবু কেন বার বার একি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতেই থাকে ?

সাউথ সুদানের প্রথম স্বাধীনতা দিবসে আমার কিছু অনুভূতির অক্ষর দিলাম...


কে আছো, অক্ষর দাও
শব্দ দাও, চেঁচিয়ে ঘোষণা কর-
রক্তস্রোতের ঠিক বিপক্ষে তোমার মিছিল...
দুই মিলিয়ন আত্মার উপড়ে গড়ে উঠা দূর্গটা দেখেছো কি ?
সদ্য জন্ম নেয়া একটা কৃষ্ণাঙ্গ শিশুর মত হাসিমুখ তার ।
কে আছো আমাকে অক্ষর দাও,
একবার কিছু মানবিক শব্দ ব্যাঞ্জনায় সিক্ত করো কৃষ্ণ আগুন ।
বলো, ঐ আড়াই মিলিয়ন আত্মারা নক্ষত্র এখন, আর -
নিষ্পাপ কালো মুখগুলো এখনো সতেজ, বলো !
কে আছো  ?? অক্ষর দিয়ে স্তব্ধ করো
ফুল হত্যা ...

13.07.2012

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন