শুক্রবার, ২ নভেম্বর, ২০১২

কে আছিস কান পেতে রাখ


আছে কিছু, হিজিবিজি চেনাজানা  চেহারা
কিছু নিয়মের গুঁতোগুঁতি হানাহানি আছে খুব।
পরিচিত শহরের পথ ঘাট,
আছে আমাকে জরিয়ে থাকা, কারো,  বিশাল আকাশ...
যাকিছুই আছে- পরে থাক
চোখ বুজে থাক সব হিসাবের খাতার পাতা।
আছে চিৎকার,
শুধু নেই কেউ শুনতে পাবার !
আছে দরজা আর চৌকাঠ
শুধু নেই কেউ হাসি মুখে দাঁড়িয়ে থাকার !
তোরা আছিস সবাই, আছে তোদের হাসি
কারো কান্নাও আছে জেনে রাখ,
কান পেতে শুনে নিতে, দরজাটা খুলে রাখ ..

April 30, 2012

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন