শুক্রবার, ২ নভেম্বর, ২০১২

উদ্বেগের স্ফুলিঙ্গ তোমার উপমা !!


(এই সাত সকালে খুব ইচ্ছে করছিল দীর্ঘ  পথে খালি পায়ে হাটি, ফরিদপুরের কুমার নদীটার স্নিগ্ধতায় মাখামাখি করার সাধটা ভীষণ পোড়াচ্ছিল মনটাকে। কিন্তু এই ইট পাথরের শহরটাতে বন্দী পাখির মত ছটফট করতে করতে শহরটাকে খুব বকে দিতে ইচ্ছে হল)




কংক্রিট দেয়ালের মোড়কে গোঙান অস্থির শহরটা,
তোমাকেই বলছি,
তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছ পাখির কথোপকথন,
যদিওবা ওদের ভাষা অনুবাদের যোগ্য আমি ছিলাম না কোনকাল !
তবু এক অকল্পনীয় আত্মীয়তার বন্ধন টের পাই, এখনো জানতো !
প্রতিটি সুবহে সাদিকের আধো আধো আলো বেয়ে চুইয়ে পরা
গুল্মলতাদের অদ্ভুত আলিঙ্গন তুমি কেঁড়ে নিয়েছ,
হ্যাঁ,ইট পাথরের অসহ শহরটা,  আমি কিন্তু তোমাকেই তো বলছি-
তুমি কেড়ে নিয়েছ নগ্ন পায়ের তালুতে মাটির স্পর্শের আনচান। 
তোমার গজিয়ে ওঠা প্রতিটি যন্ত্রণার নিচে সবুজের শুদ্ধতাকে চাপা দিয়ে,
এখন কেবল ধারণ করে আছো যত্তসব মেকি সুখের সংজ্ঞা !!
তুমি ঠিক সরলতার বিপরীত শব্দ, উদ্বেগের স্ফুলিঙ্গ তোমার উপমা ।
প্রকৃতির প্রতিপক্ষ , নদী হন্তারক হে শহর,
তোমার কাছে শুধু আজ, বৃক্ষ আর নদী ভিক্ষা চাই ...

 17.07.12

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন