কিছু আলিঙ্গন শেষে সীমানায় দাঁড়িয়ে যখন,
তখনও বুঝিনি, পেছনে কোন পৃথিবীকে দিয়েছি বিদায়...
বুঝিনি সত্যি !
শুধু এক জোড়া ভ্রুর মাঝে খুঁজেছি আর এক নতুন পৃথিবী...
শব্দের ভেতরে শব্দের ভরসা গুঁজে রেখে
ঠাহর করেছি পথ । তাই-
নিবিষ্ট চোখের বিনীত আকুতিই আমার উপহার,
যে যাই বলুক,
এখানেই খুঁজে নিলাম পৃথিবী বার বার ...
June 30, 2012
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন