শুক্রবার, ২ নভেম্বর, ২০১২

দেয়াল ভাঙ্গার শব্দ শুনি


ভাবছি কোন মুগ্ধ বিকেল বইয়ের পাতায় উঠবে নেচে
সন্ধাঘনা সিজদা শেষে খুব গোপনে,
শব্দ কিছুর বিনিময়ে মন প্রাসাদে জ্বলবে আলো...
অলৌকিক এক আন্দোলনে রাত ফুরাবে,
বোবা কালা এই নগরীর বার্তা তখন পৌঁছুবে ঠিক
তাদের কাছে -
দেয়াল ভাঙ্গার মহোৎসবে হয়তো দেখা হয়েই যাবে !
ভাঙবে দেয়াল,
পরবে খসে
যন্ত্রণা সব ...
ভাঙবে আরও দুর্বলতার শিকলগুলো ।
দেয়ালগুলো ধীর পায়ে রোজ খামচে ধরে এই নগরী,
দেয়াল ভাঙ্গার শব্দ শুনি এই বিকেলে বইয়ের পাতায় -
দেয়াল ভাঙ্গার বার্তা এখন চতুর্দিকে ...

20.04.2012 


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন