বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩

অনন্ত বেহেশতের আকাঙ্ক্ষা নির্ভর কিছু পঙক্তি...



প্রতিদিন আমি দিনের মৃত্যু দেখি রাতের ছুঁড়ির আঘাতে
আর রাতের মৃত্যু উদ্ভাসিত করে আলোর বিচ্ছুরণ...
খুব নিঃশব্দে অভিমানী পাতা ঝরার দৃশ্য দেখি,
সেখানেই দেখি সতেজ সবুজের মৃত্যু এবং
আর কেউ ফিরবেনা বলে আমার ডায়েরীর পাতায় পাতায় লিখে চলি
অনন্ত বেহেশতের আকাঙ্ক্ষা নির্ভর কিছু পঙক্তি।
তার ঘুমন্ত নিষ্পাপ চেহারায় অন্তর বুলিয়ে দিয়ে কতবার ভেবেছি,
চলে যেতে হবে ? যাবোই তো !
যেতে হবে বলে ,
পাড়ার মসজিদ-গামী হক চাচাও দিলেন বিদায়,
বিশ্বজিৎ চায়নি যেতে জানো ?
জামালি, তুমি দেখেছো তার বাঁচার প্রচেষ্টা ?
যেতে হবে তবু
কেন এই ক্ষণিকের সবুজ সন্ধ্যায় তোরা রক্ত আর লাশের দুর্গন্ধ এঁটে দিশ বল ?

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন