সোমবার, ২ মে, ২০১১

আত্মায় বারুদের বর্ষন



অনেকেই শংকিত, আত্মায় বারুদের বর্ষন,
অনেকটা অনাকাংখিত ছকে বেধে যাওয়ার মত !!
মানুষে মানুষে বিকর্ষন যখন খুব তীক্ষ তীরের মত বিধতে থাকে এখানে সেখানে
তখন ওরা অনেকেই স্রোতের বিপরীতে লাফিয়ে ওঠে
ওরা অনেকেই তখন আগুনের তেজদ্বীপ্ত শিখার মত উত্বপ্ত হুংকারে আন্দোলিত খুব !!
কে যেন একবার বলেছিল, রক্তে ধুয়ে গেলে বুকের জমিন,
শোকের প্রকান্ড দানব থাবায় দুমড়ে গেলে মায়ের মমতা
অথবা, লাশের মিছিল আর প্রার্থনায় উদবেলিত হলে আদম পৃথিবী,
তখনই সঠিক সময় ।
তখনই বিশ্বাসের ঝলকানিতে সন্ত্রস্ত বিহবলিত দানবেরা লেজ গুটিয়ে ভাগতে থাকে
পরাজিত শয়তানের মত ।
আজ এই বেহুশ বেলায়,
ওরা অনেকেই জীবনের নকশা একে গেছে মৃত্যুর রঙ্গে
ওরা অনেকেই এখন ফুসফুসে গেঁথে নিয়েছে ওপারের ফুলের সুবাস
ওরা অনেকেই এখনও ঘোরলাগা সন্ধায় কারাগারে বন্দি শালিক ...

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন