সোমবার, ২ মে, ২০১১

বসুধা

এইখানে বসবাস, মন নিয়ে চাষবাস
ভুরি ভুরি অভিলাষ,
এইখানে কত ঢেউ, সারাক্ষন ঘেউ ঘেউ
যুদ্ধেই মেতে আছে কেউ কেউ
এইখানে স্বপ্নের তোড়জোড় শঙ্কায় ফোটে ভোর
আটোসাটো মন জুড়ে শুধু ঘোর
এইখানে বৃষ্টিরা ফেলে ধুম, সহসাই আঁকে চুম
এলোমেলো চিন্তা ঘুম ঘুম।
এইখানে শক্তির দৌড়ঝাপ, হেরে গেলে মহা পাপ
দুর্বল হওয়াটাই অভিশাপ
এইখানে রাতঘুমে কত ভয়, ভয়ানক সংশয়
সত্যের পরাজয়
এইখানে ব্যবধান ঘুঁচে না, গরীবের দুখ কভু মুছে না
নিঃস্বকে কেউ তবু পুছে না
এইখানে তবু বাঁচতেই চাই, সীমাহীন আশা তাই !! 
প্রাণপণে ছুটে যাই ...

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন