রবিবার, ৮ মে, ২০১১

তোমার গোত্রে আমার অনেক খাঁজনা আছে বাকি


এতটা দিঘল রাত্রি হেঁটে এসে
 অস্ফুট ভোরের আলোর জরোয়ায় তোমাকে বেশ মানাবে,
এইতো বলেছিলে তুমি
তোমাকে  প্রায় বলতে শুনতাম-
 সিজদা ও প্রার্থনার সুখের সাথে আর কিসের তুলনা চলে ?
সংসারের সীমান্তের বেড়ায়, নুন সুরকীর আর্তনাদ
উনুনের চারপাশে উন্মুখ হয়ে বসে থাকা প্রতিচ্ছবিগুলোকে
তুমি কি সযত্নে পরিয়ে দিতে  বিশ্বাসের মালা !!
কখনও অন্তরে যন্ত্রণার পাহাড় ধারণ করে
তুমি বিলিয়ে গিয়েছো সুখের প্রজাপতি
 মনে হয়, তুমি  কোন অদ্বিতীয়া পৃথিবী,
ঠেসে আছো বৃষ্টির অঝর ধারার মত ভালবাসা,
ঝর্ণার মত স্নেহের পংক্তিমালা
আবার কখনও তোমাকে মনে হয় তুমি আকাশ,
 উড়ন্ত সাদা মেঘের মত বেহিসেবি মমতার পারিজাত সোনালী ভূবন 
তোমার আঁচলের ওম নিতে নিতে আজ এই মাঝে পথে কি করে ভুলি ?
কি  অসম্ভব তীব্র , নির্মল ভালবাসার ঋণে আমি নুব্জ।






0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন