সোমবার, ২ মে, ২০১১




এভাবেই একদিন,
এলো দিন সেই দিন
বিদায়ের লগ্নে স্মৃতিগুলো অমলিন ।
উঠোনের মুঠো রোদ
গুঁজে নিয়ে পকেটে
সারাদিন গুন গুন হাসি গান
এর মাঝে আগামির সন্ধান ...
হাঁটি হাঁটি পা পা , রাস্তা
আমি তুমি দেখা হলে হেসে খুন
মনে পরে টিফিনের  গুন গুন ...
চিরকুটে দুষ্টুমি কবিতা,
কার্টুন আঁকিবুকি, ছুটোছুটি, লুটোপুটি
তাড়া দেয় সেদিনের সব গুলো খুঁনসুটি...
এরপর এলো দিন সেই দিন
বেড়ে গেলো জীবনের যত ঋন।
পলাশ শিমুল ফুটে ,শীত যায়
নতুন দিনেরা ডাকে আয় আয়।
খুঁচরো পয়সা হাতে স্মৃতিভার
অসময়ে ছিড়ে যায় কিছু তার ।
ভেঙ্গে যাওয়া কিচু কাঁচ টুকরো
ভালোবাসা, মধুসখা, গল্প
আজ তার পরে আছে অল্প...
আবগের স্রোত ধীরে ক্ষীন হয়
কাঁধে চাপে জীবনের যত ভার
পাখি আর মারে নাকো ছয়, চার !!

 16.03.2011

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন