কেউ জানেনা, চুপিসারে কে কোথায় আঁধারে মিলায়
উচ্ছ্বাস, চন্দ্রালোকের মত চোখগুলো কোথা উবে যায়
কেউ জানেনা !!
শরতের সন্ধ্যাধোয়া এক গোছা বুনো ফুল হাতে
কেউ কবে বলেছিল- খুব ভালোবাসি,
নিয়ন আলোর নেশায় হাত রেখে পথ ভরে শুধু চেঁচামেচি ...
তারপর টোনাটুনি একডালে বসবাস,
এক নদী জীবনের বক্ররেখার কাছে
শহুরে আমোদ ভেদে বেড়ে চলা গতি দিল ডুব
ডুব দিল সমুদ্রসখার কাছে...
কেউ জানেনা তারপর কে কোথায় ঝান্ডা উড়ায়...
কেউ জানেনা সুদূরের বার্তা হাতে কোথা থেকে হাতছানি দেয় ...
কেউ জানেনা ,
উচ্ছ্বাস, চন্দ্রালোকের মত চোখগুলো কোথা উবে যায়
কেউ জানেনা, চুপিসারে কে কোথায় আঁধারে মিলায় !!
উচ্ছ্বাস, চন্দ্রালোকের মত চোখগুলো কোথা উবে যায়
কেউ জানেনা !!
শরতের সন্ধ্যাধোয়া এক গোছা বুনো ফুল হাতে
কেউ কবে বলেছিল- খুব ভালোবাসি,
নিয়ন আলোর নেশায় হাত রেখে পথ ভরে শুধু চেঁচামেচি ...
তারপর টোনাটুনি একডালে বসবাস,
এক নদী জীবনের বক্ররেখার কাছে
শহুরে আমোদ ভেদে বেড়ে চলা গতি দিল ডুব
ডুব দিল সমুদ্রসখার কাছে...
কেউ জানেনা তারপর কে কোথায় ঝান্ডা উড়ায়...
কেউ জানেনা সুদূরের বার্তা হাতে কোথা থেকে হাতছানি দেয় ...
কেউ জানেনা ,
উচ্ছ্বাস, চন্দ্রালোকের মত চোখগুলো কোথা উবে যায়
কেউ জানেনা, চুপিসারে কে কোথায় আঁধারে মিলায় !!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন