সোমবার, ২ মে, ২০১১

বেহুশ নামা

জানতে চাস ?
হাতের পাশে এখন কেন কলম ছাড়া অস্ত্র রাখা  ?
বলতে পারিস?
কিসের এত আস্ফালনে অশ্রুবানে দুঃখ ঢাকা ?
দেখতে পারিস ?
রক্তচোষার খুন পিপাষা , অট্টহাসির বেধুম নেশা ?
বুঝতে পারিস ?
ধ্বংস লীলা,মৃত্য কামড়,ওদের এখন নিত্য পেশা ?
গুনতে পারিস ?
লাশের উপর প্রতিদিনই পরছে লাশ ?
শুকতে পারিস ?
ওই অদূরেই ঠেসে আছে সর্বনাশ  ?

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন