সোমবার, ২ মে, ২০১১

শেষ বারের মত ডেকে নিও

শেষ শয্যায় নিদ্রামগ্ন যাবার আগে
বুকের গভীরে বিশ্বাসের বীজ বুনে দিও তবু,
তবু তো বেড়ে  উঠবে ওপারের কোন তাজা তরুবর ...
তবু একবার বলতে শিখিয়ে দিও শুধু,
“তুমি এক, তুমি অদ্বিতীয়”
শেষ কবে জায়নামাযের শীতল নকশায় শির রেখে,
অশ্রুসিক্ত চোখের কোনায়
এপারের পঙ্কিল ধুয়ে যাবে জানিনা !
তবু তুমি শুধু শেষবারের মত
অন্তর কে ঝুঁকে দিও নিখুঁত প্রার্থনায় ...
ঠিক শেষ কবে, খুব গোপনে
ডিঙ্গিয়ে যাবো তোমার নির্দেশের সীমান্ত, জানিনা !
তবু তুমি শেষ বারের মতো অনির্বান ভালোবাসার স্পর্শে
আমাকে ডেকে নিও, বোলো, ফিরে এসো ...
শেষ কবে, তোমার মন্ত্রমুগ্ধ সৃষ্টি দেখে বলে উঠবো,
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর ?
জানিনা !
তবু, শুধু শেষ বার আমাকে রাঙ্গিয়ে দিও তোমার রঙ্গে ...

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন