তুমুল তিমির নেমে এলে
দগ্ধ অন্তরগুলো বিস্ফোরিত হলে
দাঁতালো জানোয়ারের ভয়ে আর কেউ লুকিয়ে থাকেনা কোথাও...
তখন শুধু প্রতিরোধ,
সমস্ত শিকল কচলে প্রশস্ত সিনার ভেতরে দুর্বার অস্তিত্বের সুঠাম প্রকাশ,
শোষণের রন্ধ্রে রন্ধ্রে ঠেসে দাও মৃত্যুহীন মৃত্যুর প্রতীজ্ঞা।
আর,
নারী, তুমি তার আস্তিন টেনে ধরোনা,
মা, তোমার খোকাকে সাজিয়ে দাও,
বোন, তুমি প্রস্তুত হও বিরতিহীন প্রার্থনার জায়নামাজ হাতে,
অথবা কলম ধরো দৃঢ় প্রত্যয়ে ...
3 comments:
nice to read it out..
শুকরিয়া ভাইয়া। :)
Inspiring...
একটি মন্তব্য পোস্ট করুন