সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১

জোড়াতালি

পায়ে পায়ে কথা রোজ,
থেমে যাওয়া কিছু খোঁজ,
শব্দের ঝিলিমিলি আনাগোনা দেখে ডুব
আনমনে ভোর মেখে হেঁটে গেলে রাস্তায়
এই শহরের গতি  বাড়তেই থাকে খুব ...  
বেড়ে চলা গতিপথে রাত নেমে এলো তাই
ঘুমহীন মনগুলো তারা গুনে অযথাই।
চাওয়া পাওয়া মাপজোখ
পরিপাটি রুটিনে অফিসের দৌড়ঝাপ
ওই দূরে মিটিমিটি স্বপ্নের জলছাপ,
ভালবাসা ঝিকিমিকি রোদ্দুরে বন্দি
গধূলির রঙ ছুয়ে পালাবার ফন্দি ...
এই শহরের যত আটোসাটো ঠিকানা
মিলেমিশে এখানেই জড়ো হয় ...
ভাঁজে ভাঁজে জমে থাকা গভীরের বেদনা
পুষে রাখে হারাবার যত ভয় ...
তবু ঘুম ঘোরে গাঁথি সুদিনের হাসিগান
এই বুঝি সব দুখ  মুছে গেল পিছুটান
আমাদের দরোজায়,  চিঠি এসে থেমে যায়,
ফিসফাস কিছু সুখ চুপিসারে রেখে যায়।
দিনগুনি তুমি আমি ,
তাসবি দানার সাথে মিতালি,
একঘেয়ে সময়ের জোড়াতালি থামলেই
মৃত্যুই লিখে যায় জীবনের গিতালী ... 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন