সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১

আশায় আশায় থাকি

যে জীবন দুঃখ সয়ে, অবিরাম চলছে ধেয়ে
যে জীবন মৌন আলোয়, নিয়ত থাকছে চেয়ে
অশনি অচিন আভা, প্রতিবার কাঁপছে কেমন   
যে জীবন তাতেই প্রহ্‌র, প্রতিক্ষণ গুণছে যেমন।
আশা বীজ করছে বপন, তাতে রোজ ঢালছে পানি
যে জীবন সৃষ্টি সুখের, গতিপথ অসীম জানি।
যেন ঠিক চিত্রকলা, টুপাটুপ মুগ্ধ মায়া
ডেকে নেয় হাতছানিতে, যেন এক আদিম ছায়া
যে জীবন জীবন খেলায়, চিরকাল খুঁজলো যাকে
তাঁরই সেই আরশ পানে, ভেবেছে পাবেই তাঁকে ।
এখানে সেখান থেকে, কত রঙ ডাকছে ডাকুক
ভাবে যে তবুও রোজ, সাদা সব আমার থাকুক।
যে আমি নিজের মাঝে, বুলালো শুদ্ধ ছোঁয়া
সে জীবন প্রেম বিরহে, ফুলেরই গন্ধে ধোয়া
এমন এক জীবন পেতে, কতকাল স্বপ্ন ঘেঁটে
ডিঙ্গাবো বাধার পাহাড়, নিয়েছি মন্ত্র এঁটে।
কী কঠিন পথের বাঁকে, ভুলে দিক খেই হারিয়ে
পেছনে সামনে এখন, ফাঁকা সব হাত বাড়িয়ে …
কোলাহল থামলে শেষে, যদি পাই মিষ্টি হাওয়া
আশা বীজ বপন করে, বলেছি সকল চাওয়া

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন