সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১

প্রত্যাবর্তনের ধ্বনি শোনা যায় ...

ভেতর থেকে অন্ধকারের শব্দ শুনে
থমকে দাঁড়াই ।
তারপরে এক অট্টহাসির গন্ডগোলে
দৃষ্টি হারাই ।
তুমুল রকম ঝড় তুলে যেই
দুঃখ আসে, অচিন দেশে
হাতটা বাড়াই ।
হাতের ওপর আস্থাগুলো জমাট বাঁধে
লৌকিকতার চার দেয়ালে থাবড় মেরে
কষ্ট তাড়াই ।
কষ্ট কেন ?? তুমিই বলো ,
মনজিল আমার  সোনালী রঙ জরির দেশে
সেই দেশেতে যাদের আবাস পোক্ত হবে
ধন্য তারাই ।
শান্ত দীঘির জলের মত টলমলিয়ে
জীবন ঘেঁষে গোলাপ গোলাপ ফুল ফুটিয়ে
প্রদীপ জ্বালাই ......

31. 07. 2011

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন